Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

দেশের ৪১২টি উপজেলায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিস রয়েছে। এই কার্যালয়টি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে পরিচালিত ও নিয়ন্ত্রিত।

১ম পর্যায়ের ১৩৬টি কার্যালয়ে জনবল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ১জন অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর ১জন,এম.এল.এস.এস ২জন এবং

২য় পর্যায়ের ২৬০টি কার্যালয়ের জনবল উপজেলা কর্মকর্তা ১জন, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর ১জন,এম.এল.এস.এস ১জন।

নিকার অনুমোদিত ১৬টি উপজেলার জনবল কর্মকর্তা ১জন, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর ১জন। দপ্তর প্রধানের পদবীঃ উপজেলা মহিলা বিষয়ককর্মকর্তা। 

কার্যক্রমঃ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে পরিচালিত উল্লেখযোগ্য কার্যক্রমগুলি হলো-

 

ভিজিডি কর্মসূচী (দারিদ্র পীড়িত ও দুঃস্থ গ্রামীণ মহিলাদের মধ্যে ৩০কেজি চাল/গম বিতরণ),

দরিদ্র মা’র জন্য ৩৫০/- মাতৃত্বকালীন ভাতা হারে বিতরণ,

আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ক্ষুদ্রঋণ কার্যক্রম,

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে অভিযোগ গ্রহণ ও মিমাংসাকরণ,

স্বেচছাসেবী মহিলা সমিতি নিবন্ধন,

সচেতনতা বৃদ্ধি এবং জেন্ডার সমতা সৃষ্টির জন্য উঠান বৈঠক।

দুঃস্থ ও দরিদ্র নারীদের বিভিন্ন ট্রেডে (সেলাই, ব্লক বাটিক, হাস-মুরগী পালন) প্রশিক্ষণ প্রদান,

শিশু অধিকার পরিবীক্ষণ ও বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও পরিচালনা সর্বোপরি নারীর উন্নয়ন,

ক্ষমতায়ন ও সচেতনতার জন্য বিভিন্ন জাতীয় ও আর্ন্তজাতিক দিবস উদযাপনের জন্য কার্যক্রম পরিচালনা করা হয়। নাসিরনগর উপজেলা প্রসাসন এর বিল্ডিং এর পেছনের দিক কৃষি ব্যাংক সংলগ্ন।